বৃষ্টিভোরের পাখি
(সূচিপত্র)

উত্তাপ রোদের গায়ে অপরাহ্ন নেমে এল দেখো
আজ তো গানের দিন, সান্ধ্য রাগে ফুটেছে পূরবী
এখনই তো এইসব আদরের ভাষা
ক্রমশঃ গভীর হয়—সন্তর্পণে রেখে আসে আলো

খুব সামান্যেই, দেখো, জল ঝরে ঝরে গেল
অজর মাটির বুকে... বন্ধুর চেয়েও কিছু বেশি মমতায়
জড়ালো শীতবাতাস, তপ্ত দিনটিকে

আজ কিছু অজান্তেই নৌকাটিকে শিয়রে রেখেছি,
আর একপা দুইপা করে শালিখটি বৃষ্টি গুনেছে



(পরবাস-৫৮, নভেম্বর ২০১৪)