অপেক্ষা
হলুদ দরজা থেকে ফিরে আসছি ।
অন্যপাশে তোমার পৃথিবী তালাবন্ধ পড়ে আছে ।
দূরে গেছ, আমি তাই
তোমাকে না লেখা চিঠি ছিঁড়ে ফেলি রাস্তায় রাস্তায়
যদি কোনোদিন ফেরো — দূর জন্মান্তরে
এসব টুকরো থেকে পথ খুঁজে নিও
কুয়াশা পেরিয়ে
ছাদের কোণায় দেখো তোমার নিশান
কাঠের জানলা জুড়ে ভাঙা চাঁদ ঝুলিয়ে রেখেছি
কতদিন
অপেক্ষায় দোষ নেই ।
নেতাজি আসবে বলে বসে আছি একশো বছর
(পরবাস-৬২, মার্চ - এপ্রিল, ২০১৬)