ভালবাসা ডিজিটাল হয়ে গেল। তাই
ঠোঁট-ফাটা শীতের ডাঙায়
হৃদয়ে গাঙচিল এঁকে বসে আছি।
বায়বীয় বসে আছি আকাশতলায়।
সমুদ্র পিছিয়ে গেছে। তটে
জাদু-বালি ঘূর্ণি তুলে নেচে যায় “পাতলি-কমর”।
আল্ট্রা-হাই সংজ্ঞায়িত প্রেম ও যৌবন
বর্ণাঢ্য মেগাপিক্সেলে।
সবাই এগিয়ে যায়। সময় এগোয়।
সমুদ্র একাই সরে থাকে।
সমুদ্র পিছিয়ে পড়ে। হাত ধরে টানে।
আমি তার জলের ভিতর
ভিখারিনী বিধবার খড়কুটো আঁকড়ে ধরে বাঁচি।
ভালবাসা ডিজিটাল হয়ে গেল। আর
আমি এক অ্যানালগ প্রাণী
হৃদয়ে সমুদ্র এঁকে বসে আছি
বিরান ডাঙায়।
(পরবাস-৬৫, ডিসেম্বর ২০১৬)