ISSN 1563-8685
হৃদির ফ্যাশন গ্যালারি
 
 

 
 
হৃদি কুন্ডু কলকাতায় থাকে, পড়ে ক্লাস সিক্স-এ। হ্যারি পটার আর গণ্ডালুর ভক্ত। ভবিষ্যতে লাইব্রেরিয়ান হতে চায়, তাতে নাকি গল্পের বই পড়ার খুব সুবিধে হবে।
এদিক-ওদিক থেকে হৃদি শোনে যে বাঙালিদের নাকি 'ডিজাইন'-বোধটা একটু কম। তার একটা বিহিত করার জন্যেই
খাতার পাতায় হৃদি কিছু ডিজাইন করেছে। আপাতত শুধু পোশাকের।
বেচারার চিন্তা হল ওর ডিজাইনগুলো কে সেলাই করে দেবে - ওর এক বন্ধুর খাতায় এঁকে দিয়েছিল, তার মা নাকি মেয়ের জন্য একটা বানিয়ে দিয়েছেন। আপনারা কেউ আগ্রহী হলে পরবাসের মাধ্যমে হৃদির সঙ্গে যোগাযোগ করতে পারেন।