পাতা - ঝরার দিনে যেসব কথা দিয়েছিলে
ফিরিয়ে নিয়েছ।
কথা-দেওয়া যেমন স্বাভাবিক ছিল
তেমন ফিরিয়ে নেওয়া।
এখন কালবৈশাখীর অপেক্ষায় দিন কাটছে
পাতা-ঝরার দিন শেষ।
এখন দিকে দিকে গ্রীষ্মের পতাকা
এইসব পতাকার নীচে দাঁড়াতে হবে —
সূর্যের কাছাকাছি গিয়ে দাঁড়ানো।
মেয়েরাও তাদের নিজস্ব পতাকাগুলি
টাঙিয়ে দিয়েছে।
পতাকাগুলি থেকে কত-যে আলো
ছড়িয়ে পড়েছে...
(পরবাস-৬৭, জুন ২০১৭)