Parabaas Moviestore
Parabaas Musicstore
Subscribe to Magazines


পরবাসে
তুষ্টি ভট্টাচার্যের

লেখাISSN 1563-8685
দুটি কবিতা

দেওয়ালের গল্প - ৭

নরকের হলুদ দেওয়াল বেয়ে গড়িয়ে আসা মূত্রের স্রোতে
রঙিন ময়ূরদের পা পিছলে যেতে দেখেছি।
ক্রাচের চিহ্নে ভরে যাচ্ছে স্বর্গের দেওয়াল
একটানা কাঠের পায়ের ঠুকে চলা শুনতে শুনতে
আমাদের গাছের কথা মনে পড়ছে, চিতার কথা মনে পড়ছে।
বিদ্যুৎ এসে গেছে বলে কাঠগুলো জড়ো হচ্ছে একপাশে
তবুও সমাধিক্ষেত্রর উচ্চতা ছাপিয়ে এখনও অটুট দেওয়াল।


দেওয়ালের গল্প - ৮

সম্পর্ক আর তিন পাত্তির খেলায়
ভেঙে পড়েছে তাসের ঘর
এই দেওয়ালের বুকে যা গড়ে উঠেছিল এক সময়ে
এখন সময় সম্পর্কের পিঠে চেপে ঘোরে
সম্পর্কের লেজ ধরে দোল খায়
দুদিকের তারে বসে থাকে কিছু লেজ ঝোলা পাখি
ডানা ভার হয়ে গেলে ওড়া ভুলে যায়।
চাঁদ থেকে নেমে আসা খুনখুনে বুড়িটা
আর চরকা কাটে নি
সুতো শেষ হয়ে গেলে সম্পর্কের গায়ে লেগে থাকে
কিছু রোঁয়া ওঠা শব্দের ভুল বুনোন।
(পরবাস-৬৭, জুন ২০১৭)