Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines




পরবাসে
চিরন্তন কুন্ডুর

লেখা



ISSN 1563-8685




শাকান্ন

বাড়ির ভেতরে মাঝদুপুরের আলো আর দুটো চারটে
গন্ধরাজ ফুল পড়ে আছে
কবেকার পোঁতা সব গাছেদের ছায়া
উঠোনে বাগানে

আরো কারা সব আছে। মৃদুমন্দ শব্দে বোঝা যায়।
যেন কেউ স্নানে গেল
ফিরে এসে চুল খুলে শাড়ি মেলে দেবে

কখন বিকেল হবে
বিলের ওপার থেকে ঘিরে আসবে মেঘ
ভিজে ভিজে হাওয়া আর মাটির সুঘ্রাণ
দূর থেকে মাঠ ভেঙে বৃষ্টি এসে উঠবে দাওয়ায়
আর কী চাওয়ার আছে

বেঁচে থাকতে কী বা লাগে
ছোট একটা জলচৌকি, পান্নালালের গান
কালি ও কলম



(পরবাস-৬৯, ২৫ ডিসেম্বর ২০১৭)