দৃশ্য বদলে গেছে বলে
কমলার থেকে রঙ নিয়ে আমিও কমলার গাছ
গুল্ম থেকে বৃক্ষ হয়ে ওঠা হল না এ যাত্রা যদিও
ঝাঁকা চুল থেকে ঝরিয়ে দিতে পারি অবাঞ্ছিত কিছু পাতা
পাতাটি না ঝরলে ওই চুল থেকে যেত প্রেরণার ঘরে
আমার প্রাসাদ বাহুল্যবর্জিত,
মনোরম শূন্যতায় ভরা ক্যানভাস
দৃশ্য থেকে দৃশ্যর কল্পনা এঁকেছে
দেওয়ালে শব্দের আলপনা
ছাদে কমলার ছায়া –
এ প্রাসাদ নিজস্ব ধাতু দিয়ে গড়া
নিজস্ব পৃথিবীর মায়া গোপনে রেখেছে।
(পরবাস-৭০, ৩১ মার্চ ২০১৮)