ISSN 1563-8685
মা
১
তুমি স্নান করে এলে চন্দনের গন্ধ ভেসে আসে,
ঘর শান্ত লাগে।
পোষা বেড়ালের মতো দুপুর লুটিয়ে পড়ে পায়ে,
টের পাই খিদে পেলো।
২
তুমি গলা থেকে আঁচল নামালে,
সন্ধেবেলা চোখ নত করে ফেলে ঘরের চৌকাঠ,
প্রদীপের গায়ে লেগে থাকে প্রণামের ভঙ্গীটুকু।
সামান্য আলোর বৃত্তে আমরা গুটিয়ে আনি দিন,
আমরা গুটিয়ে রাখি সবুজ খেলার মাঠ।
বুঝতে পারি স্বপ্ন অপেক্ষা করে আছে,
ঘুম পায়।
৩
ধ্বংসের উল্টোদিকে তুমি।
ভেঙেচুরে যতবার ছত্রখান হই,
ততবার চোখ তুলে দেখি
শাদা পাতা, কালি ও কলম নিয়ে সামনে দাঁড়িয়ে আছো,
মনে হয় পুনর্জন্ম হলো।