Parabaas Moviestore
Parabaas Musicstore
Subscribe to Magazines


পরবাসে সন্দীপ মিত্রের
লেখা


ISSN 1563-8685
পথলুন্ঠন

আকাশে ভেসেছে সম্ভাবনার ভেলা
জলজ প্রবাহে মসৃণ ছলাকলা
অরণ্য-সবুজ মাখিয়েছে তুলিরং
গাছেতে গাছেতে আলিঙ্গনের ঢং
বিস্মৃতি আর স্মৃতির মধ্যিখানে
দাঁড়িয়েছে এসে উদ্ভাবনের সং
দূরপাল্লার ভ্রমণ দিয়েছে মিছে
মৃগনয়নার আকুলিবিকুলি ঝোঁক
এবার তাহলে যারপরনাই খিদের
আকুতি-সিক্ত হেস্তনেস্ত হোক।
যতদূর যাবে ভেবেছো রেলের গাড়ি
তত দূর তোকে কেমনে গড়াবে চাকা
পথলুন্ঠন ললাট লিখনে আঁকা
বেদুইন হিয়া ভাসিয়েছে কমা, দাঁড়ি।