ISSN 1563-8685
কদো ঘাস উঠেছে বেড়ে। নীলগাই, চিতল, সম্বর দেখে যায় ভোরের আলোয় কতটা পাকলো দানাগুলি। শহরের থেকে ফেরেনি মরদগুলো আজও। পাহারায় নেত্রী নিবারিণী। ভালো করে মাথা দুটো বাঁধা একটা শুকনো আখের ডাঁটি। শয়তানকে রুখতে যথেষ্ট। ঘরে ফিরছে, পড়লো চোখে চোখ। হাসলো।
(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)