Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines



পরবাসে চৈতালি সরকারের
লেখা



ISSN 1563-8685




চুপকথা

অনেক কথা তোর জন্য জমিয়ে রেখেছি
বোঝাবো ... নিজেও কিছু বুঝে নেবো।
আজ শুধু বোঝাবুঝির শব্দছক খেলা!

আর কতদিন অব্যক্ত শব্দভাণ্ডার
সাজিয়ে গুছিয়ে রাখবি নিজের আঙিনায়!

এখনো অনেক পথচলা বাকি,
চল হেঁটে আসি কিছুটা সরণি।
তোর মনের ভেতরে আমার জন্ম
অপুষ্ট এখনো, চল তাকে বাঁচিয়ে তুলি।




(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)