যাদের আসার কথা ছিল তারা কেউ
আসেনি।
দীর্ঘ অপেক্ষা ছিল।
তবু খুব কি খারাপ লেগেছে?
এখন বলার কথা কমে এসেছে
এখন নীরবতাকেই প্রধান আশ্রয় মনে হয়
রাত্রির দ্বিতীয় প্রহরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে
কিছুক্ষণ ঝিঁঝিঁর ডাক শুনলাম।
জন্মদিনে একি কম সার্থকতা?
মনে হয়েছিল
মহাবিশ্বের কিনারায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ...
(পরবাস-৭২, ৩০ সেপ্টেম্বর ২০১৮)