Parabaas Moviestore




Parabaas Moviestore




Subscribe to Magazines



পরবাসে দীপঙ্কর ঘোষের
ছবি


সমরেন্দ্র নারায়ণ রায়ের
লেখা

এবং বই


Parabaas Bookstore


ISSN 1563-8685




নৌকা



কোকিল এবং বনমোরগে
       শুনিয়ে গেছে যুগলবন্দী
ভোরের আলোয় উঠবে হাওয়া
       পাল তুলি, কাজেও মন দি'।
রাত কাটলো এই আঘাটায়
       পাড়টা নিঝুম, ছিলোও ভয়
এবার বদর, সেলাম, সেলাম
       জোয়ার ভালো টানলে হয়।






(পরবাস-৭৩, ৩১ ডিসেম্বর ২০১৮)