Parabaas Moviestore




Parabaas Musicstore




Subscribe to Magazines





পরবাসে তনুশ্রী চক্রবর্তীর
আরো লেখা


ISSN 1563-8685




আপোষ

অমৃতের লোভে আর ঘুরে মরি কেন
এমন মধুর সব বিষ চারিদিকে
তীব্র যত অনুভূতি জলাঞ্জলি দিয়ে
বশ মেনে মৃদু হওয়া ক্রমে নেব শিখে।

হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে যাব, হবে মোক্ষলাভ
আখেরে তো এসবেই কাজ দেয় জানি
তর্কে হবে কোন খাক পরকাল পার
চুপি চুপি হয়ে যাব সুযোগসন্ধানী।



(পরবাস-৭৪, ৩১ মার্চ ২০১৯)