অমৃতের লোভে আর ঘুরে মরি কেন
এমন মধুর সব বিষ চারিদিকে
তীব্র যত অনুভূতি জলাঞ্জলি দিয়ে
বশ মেনে মৃদু হওয়া ক্রমে নেব শিখে।
হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে যাব, হবে মোক্ষলাভ
আখেরে তো এসবেই কাজ দেয় জানি
তর্কে হবে কোন খাক পরকাল পার
চুপি চুপি হয়ে যাব সুযোগসন্ধানী।
(পরবাস-৭৪, ৩১ মার্চ ২০১৯)