ISSN 1563-8685




বিশ্ব সঙ্গীতদিবস

গুমোট, ক্লান্তি আর বিরক্তি পার হয়ে
আজ ভোরবেলা চোখ খুলতেই দেখি
মাথার ওপর চাঁদোয়া মেলে দিয়েছে সজল কালো মেঘ।
এমনই দিনে তবে তোমাকে বলা যায়
ভালো থাকো, ছুঁয়ে থাকো,
থাকো আগুনে, থাকো স্বপ্নে।
আজ তোমার জন্মদিন
আজ আমার জন্মদিন
আজ একুশে জুন
আজ বিশ্ব সঙ্গীতদিবস।


(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)