Parabaas Moviestore
Parabaas Musicstore
Subscribe to Magazines

পরবাসে
নিরুপম চক্রবর্তীর

লেখা

বই


ISSN 1563-8685
দু'টি কবিতা


|| ফিনল্যান্ড: ২০১৯ ||

বিষণ্ণ হ্রদের পাশে সারারাত বৃদ্ধ সূর্য কাঁদে
আমি তার ম্লান চোখে চোখ রেখে ডুব দেবো হ্রদের গভীরে
ডালপালা মেলে যার চারধারে বিষণ্ণ গাছেরা
দুরন্ত হাওয়ায় দুলে ভগ্নস্বরে বলে ‘এসো ফিরে
আমরা তো কোথাও যাবোনা!’
এখানে জলের রঙ নীল, আকাশের রঙের মতন
এখানে আকাশে ভাসে শাদা মেঘ, বৃষ্টি পড়ে, হ্রদের গোঙানি
ঢেউয়ে ঢেউয়ে ভেঙে ওঠে, বেয়াড়া মাতাল
জলের নিভৃত স্পর্শ ফিরে পেতে বারবার আসি তাই এ জলের দেশে
জলের নিভৃতে এক গান বাজে রহস্যের, আমি ছাড়া কেউ তা জানেনা
ছপাছপ দাঁড় বেয়ে চলে যায় চার্চবোট, এ রহস্য দাঁড়িরা জানেনা
এখন জলের স্রোতে ভেসে যায় পবিত্র ও অপবিত্র যারা
আমি জানি তারা কারা, বাকিরা তো জেনেও জানেনা।
দল বেঁধে দাঁড়িয়েছে ফ্যাকাসে প্রেতের সার জলবাসী উদ্ভিদের মত
তাদের নীরন্ধ্র চোখে চেয়ে থাকে বৃষ্টির দাপট
আশ্চর্য ভৌতিক আলো ভেসে যায় ঢেউয়ে ঢেউয়ে তীব্র জলস্রোতে
সারারাত, আজ সারারাত!
এরপরে আরও গাঢ় যামে
যেন এক অচেনা প্রলয় শেষে
আমার সমস্ত গ্লানি বিশাল হ্রদের কূলে রামধনু রঙে জেগেছিলো
রাতের সূর্যের দিকে ধীরে ধীরে ছুঁড়ে দিই সেই সাত রঙ
বিষণ্ণ হ্রদের পাশে মুমূর্ষু সূর্যের ঠোঁটে বিদায়ী হাসিটি যাতে ফোটে।|| নাচ ||

মহাপ্রলয়ের আগে দাঁড়ায়ে রয়েছ একা মগ্ন চরাচরে
মৃত কবিতার ছন্দ নাচিতেছে শব্দের ভিতরে।

নাচিছে কিরীটী রায়, নাচিতেছে স্বপনকুমার
মুণ্ডমালা হস্তে ধৃত: নাচিতেছে কৈশোর তোমার।

নৃত্যকালী, ব্যোমকেশ নাচিতেছে চিড়িয়াখানায়
ভোট্টীমা টিম বলি গণতন্ত্র নেচে নেচে যায়।

গো-চোণা পিয়াসী নাচে, ধন্য ধন্য বলে দিব্য শ্লোক
ফজর সময়ে উঠি নাচিতেছে জিহাদি বালক।

এইসব নৃত্যগুলি অধিকার করিয়াছে হৃৎপিণ্ড আমার
মস্তিষ্কে কৃমির মতো হেঁটে চলে, যন্ত্রণায় কাঁপি বারংবার।

নৃত্য করো, নৃত্য করো: বজ্রক্রোধে বাজিছে সানাই
(পারিনাই সাড়া দিতে, আমার তো চার ঠ্যাং নাই!)

তদুপরি জিহ্বা খসে, মগ্নত্রাসে বিলুপ্তি আমার
আমার ধমনী স্তব্ধ, কোন এক মৃতকল্প জীবন্ত কামার
ভীষণ হাতুড়ি হস্তে আমাকে স্থাপন করে অগ্নিতপ্ত হাপরের পাশে,
আহা আমি অটুট বিশ্বাসে
তাহাকেই ত্রাতা বলে জানি
তাহাকেই সখা বলে মানি;

মৃত কবিতার ছন্দে দাঁড়ায়ে রয়েছি তাই হিংস্র চরাচরে
মহাপ্রলয়ের স্রোত নাচিয়া বহিয়া যায় ব্যাধিগ্রস্ত রক্তের ভিতরে।
(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)