আমাকে ছেড়ে যেওনা দূরে চলে
জলের ওপর বাতাস হয়ে রহো
বাসস্টপ থেকে রসাল নন্দনে
স্বপ্নে পাওয়া স্মশানবন্ধুরা
এক এক করে সবাই চলে গেলে
তোমার যেন থাকে তো হাতখানি
তবুও জানি দিনের পরে দিন
আসবে যাবে নিয়মমত ঠিক
অন্তহীন বিরাট এ নিখিল
ডালে পাতায় মেসেজে মিসড কলে
রোদের শেষে চন্দন হৃদিপুর
রাত্রি হয়ে আমাকে ঢেকে রাখো
(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)