Parabaas Moviestore




Parabaas Moviestore




Subscribe to Magazines




পরবাসে
পার্থ চক্রবর্তীর

লেখা


ISSN 1563-8685




মাথুর

আমাকে ছেড়ে যেওনা দূরে চলে
জলের ওপর বাতাস হয়ে রহো
বাসস্টপ থেকে রসাল নন্দনে
স্বপ্নে পাওয়া স্মশানবন্ধুরা
এক এক করে সবাই চলে গেলে
তোমার যেন থাকে তো হাতখানি

তবুও জানি দিনের পরে দিন
আসবে যাবে নিয়মমত ঠিক
অন্তহীন বিরাট এ নিখিল
ডালে পাতায় মেসেজে মিসড কলে
রোদের শেষে চন্দন হৃদিপুর
রাত্রি হয়ে আমাকে ঢেকে রাখো



(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)