Subscribe to Magazines





পরবাসে
সূর্য মণ্ডলের

লেখা


ISSN 1563-8685




তিনটি কবিতা

ভ্রমণ

সজল দিঘিটি তার জন্মের স্মৃতি

সজল দিঘিটি ঘিরে
বাঁশবন
সীমিত ডাহুক

আর কিছু চাওনি তো
এসেছ যখন
শীতল জলের বুকে
রাখ হাত
তর্পণ সার
সাদা হাঁস
নিয়ে যাবে জলের গভীরে

হৃদয়ে নির্জন ঢেউ
খেলা করে শোক
মেঘেদের ছায়া কাঁপে
জন্মের স্মৃতি

ছিপ হাতে
মগ্ন বালক
যুবক পিতার সঙ্গে
হেঁটে যায় রূপালি মীনের খোঁজে


পুণ্য

গাছের
শেষ ফুলটিকে
সংস্কার বশত রেখে আসি গাছে

শেষ ফুলটি
ভাগ্যবান

শেষ ফুলটি রক্ষা পায়
ঈশ্বরের করুণায়



প্লাটফর্ম

লাস্ট ট্রেন চলে যাক
শুনশান স্টেশনে একটা সারমেয়ের পাশে
শুয়ে থাকব
আড়াআড়ি

লাস্ট ট্রেন চলে যাক
চায়ের দোকানি
গুমটির ঝাঁপ বন্ধ করে,
আলো নিভিয়ে
দেবদূতের মতো মিশে যাক অন্ধকারে

নির্জনতার সঙ্গে বহু দিন পর বসব মুখোমুখি ...

(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)