Subscribe to Magazines





পরবাসে
সৈয়দ ইনামুর রহমানের

লেখা


ISSN 1563-8685




আমি চাই

আমি চাই,
         আমার মরণদেহ নিয়ে যাক ঘন বাঁশবন দিয়ে --ছোট্ট লাল পিঁপড়ের গাড়ি।
         হরি হরি বলে যাক --কাক ও শকুন;
         আর, কান্না করে যাক --এই বাংলার শিয়াল ও কুকুর।
আমি চাই,
         আমার মরণদেহ নিয়ে যাক ঘন বাঁশবনের পথটি দিয়ে-- এই পিঁপড়ের গাড়ি।
         আকন্দ ডালের চিতা থাক,--এই বাঁশবনের নিচে জলাঙ্গীর পাড়;
         আর, এই আকন্দের ফুলই হোক --আমার মরণের রজনীগন্ধা।
         চিতা নিয়ে বসে থাক --বাবলা গাছের সন্ধের পেঁচা;
         আর ,চিতা জ্বালাবার কেরোসিন ও আগুনটি হোক --এই জলাঙ্গীর জল ও সন্ধের লাল সূর্যটা।
আমি চাই,
         ঘন বাঁশবনের পথটি দিয়েই নিয়ে যাক জলাঙ্গীর শ্মশান ঘাটে -এই লাল পিঁপড়ের গাড়িটা।


(পরবাস-৭৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯)