Subscribe to Magazines





পরবাসে কমলিকা সান্যালর
লেখা


ISSN 1563-8685




হেমন্ত হোক

সে শিশু নয়, বসন্তটার মত।
শীতের মত বয়সও নয় তার
হেমন্ত সে আপন আপন কত
সে যে আমিই, আয়নার ওই পার।

বছর আমার শেষ না হতেই দেখি
কাঁথার কোনায় দুঃখ আছে জমে...
হেমন্তর ওই কুসুম ওম মাখি
কে বা জানে, টুকুন যদি কমে?

শিশিরজলে পা ডুবিয়ে কুমিরডাঙা,
কুয়াশায় ফুঁ, পর্দা সরে যাবে
হলদে পাতা ঝরার আগে ধরা
না পেরে ডাকি, ‘আবার দেখা হবে’...

আলো জ্বেলেছে রাতের পেগ্যাসাস,
ফানুস-চিঠি পাঠাই, বলো? ওকে?
মধুর স্মৃতি উড়ুক, সবাই উড়ুক
শীত কই? আয়, আর ভয় কি তোকে?

হেমন্তকে সই পাতাবে? যাক!
বসন্ত পাক আদর বিশ্বে সবার।
অন্যদেরও বন্ধুস্বজন থাক
হেমন্ত হোক তোমার এবং আমার।



(পরবাস-৭৭, ১০ জানুয়ারি ২০২০)