উত্তরের হাওয়ার ভিতরে দাঁড়িয়ে আমরা
কথা বলছিলাম।
বলেছিলাম:
'শীত ভালো লাগছে আমাদের।'
বলেছিলাম,
'শীত আর ভালো লাগছে না আমাদের।'
যারা তিরবেগে স্কুটার চালায়
আর যারা
মকরসংক্রান্তির ভোরে পুণ্যস্নান করে
তাদের কারও সঙ্গে এ জীবনে
দেখা হলো না।
প্রবহমান এই জীবন নিয়ে অনেক প্রশ্ন
করার আছে আমাদের।
সমস্ত প্রশ্নই ব্যক্তিকে অতিক্রম
করতে চায়।
আমরা উত্তরের হাওয়ায় দাঁড়িয়ে
প্রশ্ন করেছি শুধু ...
(পরবাস-৭৮, ৮ই এপ্রিল, ২০২০)