Subscribe to Magazines





পরবাসে দেবারতি মিত্রর
লেখা


বই


ISSN 1563-8685




আসমানি ডায়েরি

আসমানি রঙের ডায়েরি
সমুদ্রের স্রোতে ওই ভেসে ভেসে যায়।
নীলে নীলে ছয়লাপ —
জ্ঞানভিক্ষু রোদ অভিধান বিশ্বকোষ ঘেঁটে ঘেঁটে যা পায়নি,
তাই আজ খুঁজে গেছে ডায়েরিহিল্লোলে।
কত স্বপ্ন, কত স্বপ্নভঙ্গ
ছোট্ট ছোট্ট দেবমূর্তির মতো
অপরূপ সুছাঁদ অক্ষরে লিখেছ তুমি যে
তার শেষ নেই, আরম্ভ নেই।

এতদিন পরে পরিণয়, মৎস্যকুমারী নয়,
একরাশ চুল খুলে তোমার কবিতা
দেখি স্নানে মগ্ন —
ঢেউয়ে ঢেউয়ে ডোবে, ওঠে।

সমুদ্র আমাকে টেনে নিলে,
ধরা দেবে প্রেমরত্নগাথা।


(পরবাস-৭৯, ৯ জুলাই, ২০২০)