পিনাকপানি ডমরু হাতে ভরা শ্রাবণ মাসে
গাজনের বাদ্যিবাজায় কৃচ্ছ্রসাধন আশে।
কৃচ্ছ্রসাধন কৃচ্ছ্রযাপন কৃচ্ছ্র বারো মাস
জলের মতন আমাদের সব পদ্মপাতায় বাস
নন্দী নাচে, ভৃঙ্গী নাচে, নাচে সর্বনাশ--
ঈশান নাচে প্রলয় নাচন কাঁধে দুর্গার লাশ।
কালীর গাজন সাধন ভজন বাণেশ্বরের বাণ
ভবতারণ আকুল হয়ে কূল খুঁজে না পান
অকাল ঝাঁপে চড়ক গাছে ধর্মরাজও দোলে
শূন্যহাতে দণ্ডপাণি আয়ু ভিক্ষা করে।।
(পরবাস-৭৯, ৯ জুলাই, ২০২০)