Subscribe to Magazines



পরবাসে দীপঙ্কর ঘোষের
ছবি


সমরেন্দ্র নারায়ণ রায়ের
লেখা

এবং বই


Parabaas Bookstore


ISSN 1563-8685




সনেট



রোজ বসে লিখি খালি বিচ্ছিরি কবিতা
ভাবছি ফেলব ছিঁড়ে একদিন সব-ই তা
নেশার মতন লেখা যত বাজে পদ্য
তার চেয়ে ঢের ভালো কয় ঢোঁক মদ্য
চটে গিয়ে ওরা সব গালাগালি দেবে না
ফট করে অকারণে offense-ও নেবে না
ভাতটা হজম হবে? পেট ফাঁপবে না তো?
ঢালাঢালি করব যে, হাত কাঁপবে না তো?
শিবা-শৃগাল ছাপ দেখে শুনে কিনব
দুপুরে দোকানে যাব তবে ঠিক চিনব
হাসি খুশি মনে পড়ে? ডিগবাজি ৯-কারের?
নিজে খাব সে রকম ডিগবাজি liquor-এর
ভার্মুথে জিনে মিশে সে আমেজও বেশ তো
মুশকিল একটাই ... লাগে কিছু রেস্ত





(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)