ধুদ্দুর এই বাত ব্যাধি নিয়ে আর পারা যায় না
কোমরের ডাইনে চিনচিনে ব্যথা নেমে গেছে পা দিয়ে
হাত তুলতে গেলে কাঁধ খুলে বেরিয়ে আসতে চায়
অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির কম্মো নয়
এবার একদিন ওস্তাদের গ্যারেজে বডি ফেলে দেব
খোলো হে, নেড়েঘেঁটে দেখো কোথায় তেল দিতে হবে
বলবিয়ারিং পাল্টাও
হাড়মজ্জার ভেতর টর্চ মেরে মেরে দেখো অন্ধকার গলিঘুঁজি
নাটবল্টু, শিরা ও ধমনীর গিঁট
মাথার ভেতর জটপাকানো স্নায়ুর পুঁটলি - সুতো ছাড়াও
ছুঁচের ভেতর দিয়ে আবার পার করো
বুনতে শুরু করো নতুন নক্সায়
শেষমেশ
রোদ জল সইয়ে আকাশের তলায় ছেড়ে দাও
ঝরঝরে হুডখোলা শরীরে হেঁকে বলি -
এইয়ো - কে কে চিনতে পারছ হাত তোলো –
চলো হে
আদাড়ে বাদাড়ে ঘুরচক্কর না মেরে
বাজনাবাদ্য নিয়ে আমরা সমুদ্রের দিকে হাঁটা দিই
(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)