Subscribe to Magazines




পরবাসে
চিরন্তন কুন্ডুর

লেখা



ISSN 1563-8685




আরোগ্য

ধুদ্দুর এই বাত ব্যাধি নিয়ে আর পারা যায় না
কোমরের ডাইনে চিনচিনে ব্যথা নেমে গেছে পা দিয়ে
হাত তুলতে গেলে কাঁধ খুলে বেরিয়ে আসতে চায়
অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির কম্মো নয়
এবার একদিন ওস্তাদের গ্যারেজে বডি ফেলে দেব
খোলো হে, নেড়েঘেঁটে দেখো কোথায় তেল দিতে হবে
বলবিয়ারিং পাল্টাও
হাড়মজ্জার ভেতর টর্চ মেরে মেরে দেখো অন্ধকার গলিঘুঁজি
নাটবল্টু, শিরা ও ধমনীর গিঁট
মাথার ভেতর জটপাকানো স্নায়ুর পুঁটলি - সুতো ছাড়াও
ছুঁচের ভেতর দিয়ে আবার পার করো
বুনতে শুরু করো নতুন নক্সায়
শেষমেশ
রোদ জল সইয়ে আকাশের তলায় ছেড়ে দাও
ঝরঝরে হুডখোলা শরীরে হেঁকে বলি -
এইয়ো - কে কে চিনতে পারছ হাত তোলো –
চলো হে
আদাড়ে বাদাড়ে ঘুরচক্কর না মেরে
বাজনাবাদ্য নিয়ে আমরা সমুদ্রের দিকে হাঁটা দিই




(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)