Subscribe to Magazines






পরবাসে
দিলীপ মাশ্চরকের

লেখা



ISSN 1563-8685




মেঘদূত

একটু অপেক্ষা করো
চা-বাগানে পৌঁছে যাচ্ছে মেঘ
বৃষ্টি পড়ছে তিস্তায়, কারনেশন ব্রিজে

পাইনের ছোট বাঁক ছুঁয়ে
চলে যাচ্ছে রেলগাড়ি
কুয়াশায় আবছা কাঠের স্টেশন

একটু অপেক্ষা করো
গাছের মতন
যে অপেক্ষা করে তোমার জানলায়
খুব শীতে পাতা ঝরে গেলে
আবার বসন্তে নিয়ে আসে পাতা

তার মতো অপেক্ষা করো
চা-বাগানে পৌঁছে যাচ্ছে মেঘ
পাইনের বাঁক ছুঁয়ে ছোট রেলগাড়ি …



(পরবাস-৮০, ১২ অক্টোবর, ২০২০)