Subscribe to Magazines






পরবাসে
দিলীপ মাশ্চরকের

লেখা



ISSN 1563-8685




লাল রাস্তা

আমি হেঁটে যাই, আর দেখি লাল রাস্তা
                  চলেছে তোমার বাড়ির দিকে
শহিদ বেদির পাশ দিয়ে
ফিরে আসছে নাচের ইস্কুলের মেয়েরা
বাঁক পেরোলেই তোমাদের বাড়ি, বারান্দায়
                  আমার আগের দিন
চায়ের কাপের পাশে নীল মাছি
হাওয়ায় উড়ছে ভূগোলের খাতা

আমাদের দিনগুলো ছোট হয়ে আসছে, বিকেলগুলো
                                    আরও ছোট
লাল রাস্তা এখন ঢুকে পড়েছে ঘরের ভেতর
আবার হেমন্তকাল, টিকিট
                  কাটতে বলো তোমার দিদিকে
সুটকেস গুছিয়ে নাও
চলো দেখা করি পার্কের কোণে



(পরবাস-৮১, ১২ জানুয়ারি, ২০২১)