Subscribe to Magazines





পরবাসে কৌশিকের
আরো লেখা


বই


ISSN 1563-8685




সুতোয় বাঁধা করোনাকাল

হে অক্ষম

হে অক্ষম বোঝাটা নামাও,
রাহী তুমি বাসা খুঁজে নাও।

সবাই এগিয়ে গেছে বহুদূর, আছে শুধু আকাশের নিরাসক্তি।
যে মাটি আশ্রয় ছিল, সে আজ মারীর গন্ধমাখা। তাই হোক, দেহ তো মাটিই
অথচ লহরী তার স্রোতে ভাসা ফুলের মতন, সহসা চঞ্চল অকারণে।

ওহে ক্রোধী, তুমি শান্ত হও,
আজ রাতে একলা ঘুমোও।

সত্য ঢাকা পড়ে আছে, সোনার থালায়।
তখনই প্রমাণ পাই যখন ভোরের আলো চেনা মিথ্যে কথাগুলো বলে যায় প্রতিদিন,
তবুও সত্যের স্বাদ অতি তিক্ত, আলো দাও আরো আলো দাও।

হে প্রত্যাশা তুমি দগ্ধ হও,
হে কামনা রসাতলে যাও।

অনেকেই বেঁচে আছে, এবং ব্যথিত,
ফুসফুস ভরা কান্না, নিঝুম বিকেলে অ্যাম্বুলেন্স।
হেমন্তের ঝুলি ভরা অবাক রঙিন পাতা।
হে অক্ষম নেবে অবসর?


আমি জানি শান্তি আছে

আমি জানি শান্তি আছে, নাগাল মেলে না।
আকাশে অথৈজল, তরুণী ওষ্ঠের মতো সদ্যভিজে ঘাস কথা বলে।
সে বড়ো শান্তির কথা নয়, স্বপ্নে তারা সায়কের মতো বেঁধে,
অনিদ্রার স্রোতে তারা ভেসে যায়, নিয়মিত শবের মিছিল।

থিয়েটারে যাই রোজ, খুব করে ভগবান সাজি।
সাদা কোট গায়ে ভগবান, একলা মুখোসে ঢাকা মুখ।
একদা সার্থক ছিল, এখন শুধুই গল্প, প্রহসন,
উলঙ্গ রাজার মতো ভগবান হেঁটে গেছে একক অজানা কুয়াশায়।

দ্বীপের ওপর দিয়ে ভেসে যাই এরোপ্লেনে একা।
অতি রমণীয় দ্বীপ, তমালতালিবনরাজিনীলা।
কেবল দর্শক নেই, এ নন্দন পরিত্যক্ত আজ। আমি ভ্রাম্যমাণ,
এ গভীর স্বচ্ছতায়, মাছের সাঁতারে। আমি জানি নিরাময় আছে।


একলাপনা

ইচ্ছে করে তোমার সাথে একলা হবো,
ইচ্ছে করে তোমার কাছেই উঁকিঝুঁকি,
যদিও বুকে জল জমেছে, বন্ধ হাওয়া।

কাঁচের দেয়াল, দুঃসময়ে পড়ছে টোকা,
মনিটরের সবুজ রেখা, টক্কা টরে।
হঠাৎ যদি কাঁচ ভেঙে যায়, রক্তধারা।

অনেক তারে জটপাকানো, এই খেলাঘর,
সুতোর টানে পুতুলখেলা জমজমাটি,
এবার বুঝি ঝড় এসে সব ওলটপালট।

রূপনারানের কূলে তুমি আবার এসো,
নিদানবেলা আমার বুকে যখন বালি,
তখন তুমি আঁক কেটো সেই ইকিরমিকির।

অনেকে নয়, অনেকে নয়, একলা তুমি,
একলা তুমি আমার বুকে বাতাস হয়ো,
এই আঁধারে জ্বলতে থেকো মনজোনাকি।


সামুদ্রিক

কুয়াশা মাখানো ভঙ্গুর এই আকাশরেখা
ঢেউ ছুঁয়ে ওড়ে সিন্ধুসারস, ধূসর লেখা

দূর চেতনার মর্মরধ্বনি আজ সজল,
ঝরা পাতাদের অন্তিম লিপি বনাঞ্চল।

এই যে বিঁধেছে আহত শরীর, শব্দভেদ,
ধুয়ে দাও এই হতাশার গ্লানি, মারীর ক্লেদ।

তুমি কি খুঁজেছ ছিন্ন আশার সেই ঝিনুক,
ছুঁড়ে ফেলে দেওয়া মুক্তা যেখানে অনিচ্ছুক।

আমি বেঁচে আছি লৌহকপাটে অলৌকিক,
ঝঞ্ঝায় আনো শেষ স্বাধীনতা, সামুদ্রিক।



(পরবাস-৮১, ১২ জানুয়ারি, ২০২১)