Subscribe to Magazinesপরবাসে দেবাশিস গোস্বামীর
লেখাISSN 1563-8685
অবেলা
এই অবেলায়
         কি আর দেয়ার আছে
বাড়ানো আঙ্গুল ছাড়া
মুঠো ভরে ধরো যদি পারো
বিজন ঝাউ যেভাবে জড়িয়ে থাকে
      বাতাসের বিমল বাহু

পাথুরে বল্কলে ঘিরেছ নিজেকে
তবু নিরালোক অন্ধ প্রহরে
টিলার পেছনে নেমে আসে আকাশ
তার কাঁধে মাথা রেখে
পারো যদি, ভিজে বাষ্পটুকু
ঢেলে দিও বুকে

একবার ছুঁয়ে নিলে
এটুকু আজীবন
খোলা জানালার মতো
অপার আকাশ থাকে বুকের গহিনে
নির্ভার উড়াল নিয়ে
অজগর অন্ধকার হাঁ করে গিলতে এলে
         খুলে যায় ডানা
         জাদু গালিচার মতো
                  বুকের আকাশে(পরবাস-৮৪, ১০ অক্টোবর, ২০২১)