Parabaas Moviestore
Parabaas Moviestore
Subscribe to Magazines

পরবাসে উদয় চট্টোপাধ্যায়ের
লেখা


ISSN 1563-8685
ক্রীড়নক

যে লোকটা হাসপাতালের ভেন্টিলেশনে শুয়ে আছে
যার হৃৎপিণ্ড আপাতত স্তব্ধ
যার রক্তচাপ ওঠানামা করছে অবাধ্য ছেলের মতন
যার নাড়ি বলগা ছাড়া
শ্রবণ গন্ধ স্পর্শ যার কাছে আপাতত অনতিগম্য
মস্তিষ্ক কিন্তু তার স্তব্ধ হয়নি এখনও পর্যন্ত,
ব্রেন ডেথ নয়--ডাক্তাররা এখনও আশাশীল ...

কী ভাবছে সেই ব্রেন গোধূলির আবছা আলোয়?
ফেলে-আসা আশি বছরের ধাপে ধাপে পথ পরিক্রমা?
জীবনের অতিক্রান্ত চার পর্ব,
পঞ্চম পর্ব বলে কোন কিছু আছে কি বিদ্যমান
যার অবসানে তরী এসে ঠেকে বৈতরণীতে?
ওপার অবশ্য ঝাপসা
তবু যেন মনে হয় এ দুয়ার পার হতে সংশয় কেন,
এপারের ভরসা কি ওপারেতে দেবে না আশ্রয়?

এর উত্তর কেউ দেয়নিকো, আগামীতে কেউই দেবে না;
হন্যমান শরীরের অবশ্যই হয় না বিনাশ
অণু পরমাণু সব বিশ্লিষ্ট সংশ্লিষ্ট হয়ে রূপ নেয় নবজাতকের,
শুধু লোপ পায় স্মৃতি,
সৃষ্টির তাতে কিছু আসে যায়নাকো ...

বিশ্ব লয়ে ক্রীড়াশীল বিরাট শিশুর কাছে এ যেন শুধুই ক্রীড়নক
হেলাফেলা সারাবেলা শুধুমাত্র আপনার মনে ...
(পরবাস-৭১, ৩০ জুন ২০১৮)