মল্লভূমির কোন অটবির আদিবাসী মাতামহী
দেখেছিলো নারায়ণকে বিদীর্ণিতে শুকনো মহি।
ঐরাবতের বপ্রক্রীড়ায় অচল ভেঙে উঠলো জল
মরুর বুকে শস্য এলো, ফললো গাছে মিষ্টি ফল।
প্রেমাঙ্গনা সেই ভারতী নাম দিলো তার ঢলকিশোর
দ্বারকেশ্বর নামে দেখায় রাঢ়ে সে তার ঢলের জোর।
(কাব্য হলো চমৎকৃত! বলতে আমার লজ্জা নেই
মহাকবির নুইয়ে মাথা আদিবাসী জাগলো সেই!!)
সেই পরে হয় রূপনারায়ণ, সবাই দেখে পাড় থেকে,
বর্ষার পর হয় না সাহস পার হতে; পালায় দেখে।
(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)