Parabaas Moviestore




Parabaas Moviestore




Subscribe to Magazines



পরবাসে দীপঙ্কর ঘোষের
ছবি


সমরেন্দ্র নারায়ণ রায়ের
লেখা

এবং বই


Parabaas Bookstore


ISSN 1563-8685




দুখতারণ



বেগম যেথায় কনীজ সবাই সেই মুলুকের দাস্তাঁ শোনো—
জিব্রিল বা ফরিশতাদের আসবার নেই রাস্তা কোনো!
সাধু, ফকীর, ঋষি ও পীর দলে দলে হেথায় এসে
হাউয়া, রাধা, মা যশোদা, এদের কথাই শোনায় হেসে।
বলে তারা একবারও কি, দেখরে চেয়ে আপন ঘরে,
রয়েছে পড়ে আজ জুলেখা, দুখতারদের আঁকড়ে ধরে?
নই আমি কেউ, বলছি তবু, যাচ্ছি বলে, শোনরে সবে,
ভাঙ জঞ্জীর, পর্দা জ্বালা, আফতাবকে আনবি কবে?






(পরবাস-৭৫, ৩০ জুন ২০১৯)