Subscribe to Magazines

পরবাসে দেবারতি মিত্রর
আরো লেখা


বই


ISSN 1563-8685
জন্মদিন

জন্মদিন শব্দটার মানে আজ স্পষ্ট হয়ে
                                      আমার কাছে আসে না।
আকাশ বাতাসের মতো একজন মিশে আছে আমার সঙ্গে
সে বোঝে এর অর্থ।

জীবনের মতো লাল, মৃত্যুর মতো ধূসর,
বিষের মতো সাদা, অমৃতের মতো নীলাভ হয়ে
সে ছেয়ে আছে আমার সত্ত্বায়।

সে আমাকে এক মিনিট ভোলে না,
আমি তাকে এক মিনিট ভুলি না —
চুমুকে চুমুকে দুজন দুজনকে পান করি অহরহ।

জন্মদিন কথাটার মানে আজ আর স্পষ্ট নয় আমার কাছে।


(পরবাস-৮২, ১৪ এপ্রিল, ২০২১)