Subscribe to Magazines






পরবাসে
কুমকুম করিমের

লেখা



ISSN 1563-8685




এই সময়ের কবিতা

জ্যোৎস্না ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না আজকাল
দেখতে ইচ্ছে করে না সকাল বিকেল বিলাসবহুল ভ্রমণের আপডেট
তারিয়ে তারিয়ে আচার খেতে খেতে টিভিটা অন করতেই
টাটকা লাশের খবর
পরিবেশনের কি চমৎকার ভঙ্গী
হার মানাবে মাথা খাটিয়ে তৈরি করা কালজয়ী হরর মুভি
আমার চিলেকোঠার দিন শেষ হয়ে গেছে
কবিতার খাতায় আর দুটো মাত্র পৃষ্ঠা বাকি
ভাবছি ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেব ছাদের উপর থেকে
শুধুমাত্র সাদা দুই পৃষ্ঠাতে লিখে রেখে যাব

আমরা সব ছিলাম অন্ধ বিপন্ন আর হিংস্র, তাই হয়ে উঠেছিলাম নরখাদক
আগামী দিনের পবিত্র মানুষ, মুছে দিয়ো আমাদের উদাহরণ



(পরবাস-৮২, ১৪ এপ্রিল, ২০২১)