Subscribe to Magazines


পরবাসে দীপঙ্কর ঘোষের
ছবি


সমরেন্দ্র নারায়ণ রায়ের
লেখা

এবং বইISSN 1563-8685
মধুপুরের পাঁচালি

বিহারীনি
পাহাড়তলীর জঙ্গলেতে
         নদীর পাড়ে, আমবাগানে
হেম তো ছিলোই নিকষিত
         তাই কি আজও মনটা টানে?
বান্ধবীও অনেক যে আজ
         শহর গ্ৰামে, দেশ বিদেশে
তবুও কেন ছোটনাগপুর
         মাতায়, কাঁদায় দিনের শেষে?(পরবাস-৭৮, ৮ই এপ্রিল, ২০২০)