নিরুপম চক্রবর্তীর আরো লেখা :




For Books visit


ISSN 1563-8685




সূর্য পতনের পরে

সূর্য পতনের পরে পৃথিবীতে রাতভোর কবিতার মহোৎসব হবে
পদক দোলানো কবি নামতা শোনাবে তার নবতম ধারাপাত খুলে
‘আমি তব ভক্ত প্রভু, মদীয় কবিতা তব কায়া’
আহা কি লিখেছো ভায়া, কবিতার একি মহামায়া!
বোল কবি বোল,
কবিতার গন্ধানালা ঘিরে বাজে তীব্র ভাংড়া ঢোল।

আমার কবিতা ছিলো বোকাসোকা সমুদ্রে পাহাড়ে
সেসব কবিতাগুলো কানাকড়ি দাম দিয়ে কিনে
মামা ও ভাগ্নে মিলে সাজিয়েছে নিজেদের বদনাম কুলফির দোকানে!
এরকমই ভালো,
বাজার করুক মাত রাতকানা কবিতার আলো
আমি জানবোনা।

তবু
এমনও তো হ’তে পারে প্রভু:
সূর্য পতনের পরে পৃথিবীর অন্ধকারে গাঢ়
ছায়ারা ঘনিয়ে এলে যে বেদনা একান্তে আমারও
শিরা বা ধমনী জুড়ে রৌদ্রে লুকিয়ে ছিলো ত্রাসে
নিজস্ব কোটর ছেড়ে একে একে উড়ে আসে বর্ণহীন নির্বাক আকাশে।।



(পরবাস-৫৭, জুলাই ২০১৪)