• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৩ | জুলাই ২০২১ | কবিতা
    Share
  • কম্পাস : কনকজ্যোতি রায়


    দিগভ্রান্ত নাবিকের হঠাত্‍ আবিষ্কার করা কম্পাসের মতো
    খুঁজে পেলাম একদিন তোমাকে।
    সেদিন বুঝিনি মরচে ধরা কম্পাসটি ছিল অচল। তাই পথ ভুলেছি বারবার।
    উচ্ছ্বল আশা দুচোখে নিয়ে পাড়ি দিয়েছি উদ্বেলিত পারাবার।
    প্রাণচঞ্চলতার কল্পনায় নোঙর ফেলেছি যে দ্বীপের তীরে
    বুঝিনি তা ছিল শুষ্ক নির্জীব। মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে গেয়েছি বসন্তের গান।
    বিশুদ্ধ বাতাসের কামনায় ছুটেছি যে ডাঙার পানে,
    বুঝিনি তা ছিল ক্ষণস্থায়ী মরীচিকা।
    অনেক ডুবজল সাঁতরে পাড়ে উঠে বিস্ময়ে দেখি,
    ভিজে বালুচরে পড়ে আছে ভাঙা
    কম্পাসটির এক তীক্ষ্ম শলাকা।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments