'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য প্রকাশনার খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)
Anu Kumar's collection of stories A Sense of Time and Other Stories has been published by Weavers Press, San Francisco (2021).
চলচ্চিত্র পরিচালক ও কবি শ্রী বুদ্ধদেব দাশগুপ্ত (১৯৪৪ -- ২০২১)-এর আকস্মিক মৃত্যুতে 'পরবাস' গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাই। 'পরবাস'-এ প্রকাশিত তাঁর দীর্ঘ সাক্ষাৎকার এখানে পড়ুন।
মধুপুরের পাঁচালি(*)— সমরেন্দ্র নারায়ণ রায়ের কথায় ও দীপঙ্কর ঘোষের আঁকা প্রচ্ছদ ও রঙিন ছবিতে ভরা দ্বিতীয় বই। প্রকাশক: পরবাস।
তাড়োবা থেকে টিমবাকটু(*)— পরবাস প্রকাশিত ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রার প্রথম বাংলা বই। তাড়োবা থেকে টিমবাকটু, মনওয়ি (জনসংখ্যাঃ১)-ম্যাডাগাস্কার-মায়ানমার-মস্কো ইত্যাদি নিয়ে ৩৬ কাহিনী, ৭ টি মহাদেশ ও ৩০টি দেশ জুড়ে। প্রচ্ছদ ডিজাইনও লেখকের নিজের।
Swapan Dutta and Anandamayee Majumdar's CD--"Tagore Blends East and West", featuring selected songs of Rabindranath with English translations by Anandamayee Majumdar. আনন্দময়ীর আর একটি CD, হৃদয়ে আছো জেগে, Amazon থেকে পাওয়া যাবে। |
Sri Jayanta Meghani has translated into Gujrati The Land Where I Found It All and published in his collection Raveendrasannidhye. Nandini Gupta's English translation of the original সব পেয়েছির দেশে by Buddhadeva Bose has been published by Parabaas.
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।