• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮২ | এপ্রিল ২০২১ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : দেবাশিস গোস্বামী


    সুখ : ১

    নিজেকে ছেঁটে ফেলার অন্য নাম সুখ?
    বিকাশে ভাঙন আছে
           আকাশের ডাকে আছে ভয়
    ভারসাম্য গড়েপিটে নিতে হয় তাই
    সুমিত আবেগ আর শীলিত জড়িমায়
    খাপে খাপে এঁটে ফেলা চাই;

    তবু ঠিক কতটা মুখোশ আর কতখানি মুখ
    বজায় রাখলে শান্তি নামে, পুষ্পবৃষ্টি হয়?


    সুখ : ২

    সুখী হও এ আশির্বচন
                 দেব না তোমায়
    বিস্ফোরণ না হয় যদি
           অন্তত অসুখী হও আজ ;

    নিষ্কণ্টক   সুখ ঘিরে জড়ত্বের ক্লেদ জমে,
    কিছু তীব্র, গাঢ় অসুস্থতার
    মাঝে মাঝে বড় প্রয়োজন
                       অন্তর্গত রক্তক্ষরণ
           হৃদয় বিশুদ্ধ রাখে;

    সুখে থাকো এতো অকল্যাণ
                 চাই না তোমার;
    কি থাকে আনত সত্ত্বার
                 যন্ত্রণাও অবসিত হলে ?


    অন্তত দহন রেখো তাই
    সুসজ্জিত, সুরভিত সুখের আড়ালে
                 গূঢ় অস্থিরতা রেখো,
                       হাত বাড়ালে
    ছুঁতে পারো যেন সেই রক্তাক্ত আদল।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments