• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮২ | এপ্রিল ২০২১ | কবিতা
    Share
  • নববর্ষ, ২০২১ : কৌশিক সেন


    বছরটা বসেছিল ছেঁড়া জামা, গলির আড়ালে,
    পাগলের মতো।
    ধুলোমাখা তার নোটবুকে,
    মুখোশের মহাকাব্য লেখা ছিল পরম কৌতুকে।

    জ্বররোগী ক্যানভাস শুয়ে ছিল বোবা বিছানায়
    তুমি ধুলো ঝেড়ে
    নতুন স্কেচটা এঁকে নিলে,
    পীড়িত রাতের শেষে নিরাময়ী নতুন সকালে।

    তুমি জানো পৃথিবীর ক্রমমুক্তি হবে
    একদিন ঠিক
    মারী ফিরে যাবে অন্ধকারে,
    সে আশ্বাস বয়ে আনো হে জীবক, ভোরের শিশিরে।




    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments