• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮২ | এপ্রিল ২০২১ | কবিতা
    Share
  • পরিযায়ী : পার্থ চক্রবর্তী


    জলের অধিকারে আলগা ছুঁয়ে থাকা সময় চলে যাবে বছর পার
    তবুও জমেছিল টুকরো স্মৃতি যত ক্লান্ত করতলে অন্ধকার
    তাহার নিশ্বাসে কাটানো সন্ধ্যার পরে অমোঘ আসে একাকী রাত
    এমন দিনে শুধু স্পর্ধা জাগরুক মনেই থেকে যায় মান কী বাত
    মেঘের উপকারে যেমতি গেছে দিন যেমন যাপনের শরীরে ঘ্রাণ
    ক্লিন্ন ভবঘুরে শ্রমিকদের গেহে ধারাবাহিক ক্রমশ বেমানান
    আট কুঠুরি আর নয়টি দরজাতে আলো বাতাস খেলে কী মমতায়
    স্রোতের পাশাপাশি দীর্ঘ দুপুরের প্রান্তে শীত বহে শীর্ণকায়


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments