• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮১ | জানুয়ারি ২০২১ | কবিতা
    Share
  • বৈতালিক : কালীকৃষ্ণ গুহ


    তোমার     আলতামাখা পা তোমার     স্মরণযোগ্যতা আমি       এখনো মনে রাখি— দিনের      নিথর গতিধারা তুমি        বুঝতে চয়েছিলে বোঝার     অনেক বদ্ধতা সময়       একলা বয়ে চলে তোমার     সবই পরিপাটি তোমার     শীতলপাটি বাসা আমি       অন্ধ প্রতিবেশী। কোথাও     থামতে হয় যদি যদি         বিরতি প্রয়োজন নিজের      ভিক্ষাসামগ্রী রাখি        যত্নে ঘুমঘোরে অনেক     রিক্ত বৈতালিক মেশে      বাইরে অন্তরে তুমি       চিনতে পারো সব তোমার    আলতাপরা পা আমি      বুঝতে পারিনি কি তোমার    স্মরণযোগ্যতা।


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments