• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮০ | অক্টোবর ২০২০ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • সাইকেল : পার্থ চৌধুরী


    শৈশবে সাইকেলে তিন চাকা চাই
    কিছু পরে দ্বিচক্র ঘোরে সাঁই-সাঁই
    কতিপয় মানুষের বিষম সাহস
    একচাকা যন্ত্রকে করে ফেলে বশ

    দুইচাকা সাইকেল চালিয়ে কে আর
    সামাজিক স্টেটাস-কে করে উদ্ধার
    তাই আসে নানাবিধ মোটরবাইক
    জ্যাকেটে ও হেলমেটে রাজার পাইক

    বহু সীমাবদ্ধতা আছে দু-চাকার
    বড়োদের তাই চার চাকা দরকার
    গতি-সুখ-প্রযুক্তি সহাবস্থান
    গাড়ি নিয়ে উত্তাল আধুনিক প্রাণ

    ফিরে পেতে হয় যদি ভুবনে ব্যালান্স
    বাইসাইকেল ছাড়া নেই কারো চান্স
    ব্যাটারি কি তেল তাঁরা থাকুন মাথায়
    মেহনৎ সে ফুয়েল ঢালো দু-চাকায়




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments