• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৮ | এপ্রিল ২০২০ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : আজহার উদ্দিন সাহাজী


    ফেব্রুয়ারী ২০২০র দিল্লীতে দাঙ্গার পরিপ্রেক্ষিতে

    ১.

    বসন্ত আসছে
    তাই আমার শহর যেন ফুটে উঠেছে
    রক্তের ফুলে ফুলে
    ধুলোয় ধুলোয়
    অন্ধকার অলিতে গলিতে
    এমন সৌন্দর্য, আমি কখনো দেখিনি!


    ২.

    কত রক্তের দাগ,
    সে তো ধুলোয় মিশে গাছে
    কত চোখের পানি
    কখন সে উবে গাছে,
    কেউ কি খবর রেখেছে...?
    পাকুড়-অর্কিড-গুল্ম লতায় ফুল ধরেছে
    লাল-হলুদ-নীল
    চোরা পথে বসন্ত ঢুকেছে
    তার, কেউ কি খবর রেখেছে?
    এ দাঙ্গার শহরে....


    একটি রাস্তার উপকথা

    রাস্তা প্রচন্ড খারাপ...
    ভ্যানওয়ালা জৈষ্ঠ্যের মাথাফাটা রোদে
    মুখের ঘাম গামছায় পুঁছে
    ভ্যান টেনে টেনে
    আমাদের নিয়ে যেত মামার বাড়িতে, ছুটিতে।
    খালা, বলেছিল সেই কোন ছোটবেলায়
    'এই রাস্তা পাকা হবে
    আর বাস,
    আমাদের বাড়ী হয়ে
    সোজা কলকাতায় যাবে।'
    আমাদের কি আনন্দ!
    একলা একলা মামার বাড়ী যাবো, যখন খুশি!

    সে বহু বছর আগের কথা...
    খালার এখন বয়স হয়েছে
    তেমন আর বিশেষ দেখা নেই।
    আমিও যে কোন শুকনো দেশে থাকি...
    মামার বাড়ীর কথা
         একেবারে মনেই থেকে না।
    সেদিন হঠাৎ শুনলাম
    সেই রাস্তা নাকি এবার পাকা হচ্ছে!



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments