• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৭ | জানুয়ারি ২০২০ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • বৃষ্টি এলে : সুদীপ্ত বিশ্বাস


    বৃষ্টি এলে বুকের ভিতর গোলাপ কুঁড়ি ফোটে
    বৃষ্টি এলে মনটা বড় উদাস হয়ে ওঠে।
    বৃষ্টি এলে শিউলিতলায়, ছাতিমগাছের ডালে
    মনটা বড় কেমন করে বৃষ্টি-ঝরা কালে।
    এখন তুমি অনেকদূরে না জানি কোনখানে,
    ভিজছো কিংবা গুনগুনিয়ে সুর তুলেছো গানে।
    তোমার গানের সেই সুরটাই বৃষ্টি হয়ে এসে
    টাপুরটুপুর পড়ছে ঝরে মেঘকে ভালবেসে।
    মেঘ বিরহী, কান্নাটা তার বৃষ্টি হয়ে ঝরে
    তোমার বুঝি মেঘ দেখলেই আমায় মনে পড়ে?



    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)