• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৭ | জানুয়ারি ২০২০ | গল্প
    Share
  • মধুপুরের পাঁচালি : সমরেন্দ্র নারায়ণ রায়

    মধুপুরের বারোমাস্যা



    হালখাতাটা হয়ে গেলেই পরে,
    দিন এসে যায় আম আর লিচু খাওয়ার,
    দুপুর বেলা শুয়ে কিন্তু ঘরে,
    ভয়টা ভীষণ গরম লু-এর হাওয়ার!

    অজয় যখন পায় না খুঁজে তীর,
    জয়ন্তীতেও ঢল ছাপিয়ে প্লাবন,
    মহুয়া তলায় আশ্রিতদের ভীড়,
    সময় তখন একলা আমার, শ্রাবণ!

    পুজোর হাওয়া আসবে এবার চলে,
    শহরের ইস্কুলেই হবে ছুটি,
    আসবে সবাই "হাওয়া বদল" বলে।
    উশ্রী পাড়ে বনভোজনে জুটি।

    লেপ না হলেও চাদরটা যে চাই,
    কার্তিক যে ফুরিয়ে এবার আসে,
    ভোরের দিকে একটু কাঁপি তাই।
    ঘ্রাণ বদলায় অঘ্রাণের মাসে।

    হিম হয়ে যায় শিশির ঘাসের 'পরে,
    রোদ চড়লেও গরম জামা পরি,
    আসি ফিরে সাঁঝের আগেই ঘরে,
    ঝাঁপিয়ে গিয়ে লেপের ভেতর পড়ি!

    শীত কমলেই কেমন উদাস লাগে,
    মহামারীর এগিয়ে আসে ভয়,
    শিউলি ঘুমোয়, জারুল এবার জাগে,
    পলাশবনে আগুন জ্বালা হয়!

    (পরের পাঁচালি)




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ দীপঙ্কর ঘোষ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments