• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৭ | জানুয়ারি ২০২০ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : কৌশিক সেন


    ভালোমানুষ

    এখন তুমি জানলে আমি ভালোমানুষ নই,
    এখন তুমি জানলে আমার গলাতে নীলসুতো
    অনিচ্ছাতে আটকে গেছে। সেদিন রূপান্তর
    আমার পরাবৃত্তে হাঁটা, আমার নোনাজল,
    পায়ের নিচে তপ্ত বালি, অসহ্য মাতলামি,
    সেই আকালে খুঁজলে তুমি ভালোমানুষ কই?

    ভালোমানুষ অনেক ছিল, কাটা ঘুড়ির সুতো,
    গাছের ডালে আটকে গেছে, কিংবা তেপান্তরে,
    মগ্ন বিকেল, আকাশরেখায়, মেঘের শিলান্যাসে,
    লাটাই হাতে ফকিরবাবা, ছেলেমেয়ের ঝাঁকে,
    নগ্ন হৃদয়, নিষেধহারা, অশেষ ব্যভিচারে,
    দিন ফুরোলে পুরনো সেই গল্প বলার ছুতো।

    এসো তোমায় গল্প শোনাই প্রাণের যাদুকরী।
    ব্যথার বিষে নীল হওয়া সেই অচল কানাকড়ি।


    অন্য ভাষা

    আমি যদি অন্য ভাষায়, অন্যভাবে কথা বলি,
    সেই ভাষাতে বলার যা নয় সবই যদি শুনিয়ে ফেলি,
    এবং দেখি অন্য চোখে, দেখার যা নয়?

    সেই ভাষাতে তোমায় দেওয়া কথার ডালি,
    কথার নদী পাগলাঝোরা, সাগরতটে কথার বালি
    তৃতীয় চোখ দেখতে শেখে নতুন আলোয়।

    কথার স্রোতে পাথর নড়ে, শ্যাওলা ভাসা,
    তোমার কাছে পৌঁছে দেবে নষ্ট প্রাচীন ভালোবাসা,
    আনকোরা এক অন্য দিনে, সকালবেলায়।

    কথাই ছিল, থাকবে কথা, তৃতীয় চোখ পলকহারা
    সব কিছু সে ভিন্ন দেখে এবং দারুণ লক্ষ্মীছাড়া।
    অন্ধ আমার দুচোখ ঢাকা তোমার মায়ায়।




    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments