• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৭ | জানুয়ারি ২০২০ | কবিতা
    Share
  • ক্রিসমাসের কবিতা : যশোধরা রায়চৌধুরী


    মন একটি বেলুন।

    ওপরেই উঠতে চায়।

    তবু তাকে নামিয়ে নামিয়ে আনো।

    নভেম্বরে নামিয়ে আনলে মেয়েটির পেট্রোলে পোড়া শরীরের গন্ধে।
    ডিসেম্বরে নামালে একটা মাত্র প্লাস্টিকের গুলিতেই মরে যাওয়া ১৫ টা লোকের মৃতদেহের শাদা চাদরে।

    জনগণ দিন দিন এত অসভ্য হয়েছে।
    আপনারাও কম না।
    এইসব অকল্যাণের ভেতর স্যাঁতসেঁতে দুঃখ চাপান
    ভার চাপান।

    বেলুন নিচে নেমে যায়।

    মন একটি বেলুন।
    রোজ সে ফেসবুকে পোস্ট দিতে চায়।
    কখনো খাবার, কখনো বেড়ানো, কখনো বন্ধুরা।
    সারা বছরে যতবার বেলুন ওপরে উঠল
    তোমরা তালি দিলে

    বাকিসময় নির্বান্ধব, হালকা মশলার স্বাদহীন খাবার
    দিন্নের পর দিন বাড়িতে বসে ডিপ্রেশন
    এইসব দেখলে না

    মন একটি বেলুন।
    আমাকে সহজে ওঠাতে পারনা আজ
    যত ফুঁ দাও
    যত আগুন জ্বেলে দাও মনোবাসনায়
    যত হাওয়া দিক শীতল উত্তর থেকে
    কাঁটাতার ও শূন্যতার আশপাশ থেকে

    মন যে উড়ত আগে
    সে তো ছিল সহজ এক সাধন।

    ক্রিসমাসের দিনগুলোতে সেইসব কথা মনে পড়ে
    কেকের গন্ধ আর মোমবাতির ইনোসেন্স
    তারপর কবে থেকে যেন ডিসেম্বরের সকালে
    ফাঁসি হওয়া সাদ্দাম হুসেনের গলার নলী, দাড়ি না কাটা মুখ
    বিষণ্ণ একরাশ সুনামিতে ভেসে যাওয়া মানুষ
    জ্যোতি সিংহের সিনেমাফেরত বাসে চাপা আর লোহার রড...

    মিশে যেতেই

    বেলুনের নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে আমি জানতে পারি
    কালোমানুষদের গির্জেতে এখন খ্রীষ্টের গায়ের রং যেহেতু কালো
    হারিয়ে যাওয়া ধর্মযুদ্ধের বাজনা থেকে উঠে আসা অত্যাচারের উত্তরে
    আমাদেরও বাংলা প্রার্থনাসংগীত গাওয়া প্রয়োজন

    ফিরে আসতে হবেই বেলুনে নতুন এক বাতাস ভরে
    যে বাতাস অপমানহীন এক পথ থেকে আসবে
    তরুণের প্রতিবাদ থেকে আসবে
    নির্মোহ তাকানো থেকে আসবে

    আমার অপেক্ষা না করার প্রাপ্তবয়স্কতা থেকেও আসবে



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments