• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৬ | সেপ্টেম্বর ২০১৯ | কবিতা
    Share
  • নিজস্ব নামধাম : পল্লববরন পাল





    আমার স্মৃতির নাম উই
    বংশলতিকা খায় কামড়ে কামড়ে
    আপাতত, হ্যাঁ – ওইটুকুই

    আমার বংশের নাম – ধ্যুস্‌
    বংশের পদবি হয়, নাম নয় – জানি নিরঙ্কুশ
    সেই সূত্রে পাল বংশ – গোপাল রাজার
    আমি শেষ সুখী সন্ততি
    গোপাল সুবোধ ছিলো অতি

    আমার সুখের নাম বাতি
    ঘুটঘুটে রাত্রি আকাশে
    আলোর গোপনতম ঘাঁটি

    আমার রাত্রির নাম সবিনয় নিবেদন ইতি
    প্রচার করছে – সন্ত্রাস নয়, চাই সম্প্রীতি




    আমার কষ্টের নাম মোম-
    বাতি। পোড়ে মানচিত্র
    উপোষী উদোম

    আমার খিদের নাম মৈ-
    থুন| মানচিত্র খুঁজি
    তন্নতন্ন, নারী পাই কই?

    আমার খোঁজের নাম গাভী
    খিদের কষ্ট বুকে
    ছুট-ছুট সম্মুখে
    হরিদ্বার থেকে হরিনাভি




    আমার সুখের নাম হলো মুখবই
    সারাদিন পড়ি লিখি, তবু সুখ কই?
    থমথমে অক্ষরে মুখোশ মিছিল
    সন্ত্রাসে হিম মুখ আবেগশিথিল

    আমার মুখের নাম হিংটিংছট
    নটী বিনোদিনী নয়, বিনোদন নট
    ভুরু নাচে কত্থক, ঠোঁট গায় গান
    বক্ষে শুকিয়ে যায় সাজানো বাগান

    আমার বুকের নাম উপঢৌকন
    বঙ্কিম পথ ধরে মুখবই ঠিকানায়
    শব্দমুদ্রা সহ ঠিক পৌঁছন




    হে আমার জাগরণ,
    কী নামে তোমায় ডাকি
    হরতাল, নাকি অনশন?

    সময়ের কুম্ভকর্ণ ঘুমে
    মানুষ কষ্টক্লেশে
    নিরুপায় ওয়েইটিং রুমে

    বাজবে কখন সে দামামা
    আমার জাগরণের
    নাম দেওয়া যাক ফুজিয়ামা



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments